ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইমরুল ও লিটনের বিদায়

প্রকাশিত: ২২:৩৯, ১৫ অক্টোবর ২০১৭

ইমরুল ও লিটনের বিদায়

অনলাইন রিপোর্টার ॥ প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং নিয়ে বলা যায় ভালোই করছিলেন দুই ওপেনার। এক পাশে দারুণ খেলছিলেন লিটন দাস, আরেক পাশে ধুঁকছিলেন ইমরুল কায়েস। অথচ প্রথমে আউট হলেন লিটনই। লেংথে পিচ করে বেরিয়ে যাওয়া দারুণ ডেলিভারি ছোবল দিল লিটনের ব্যাটে। স্লিপে দারুণ ক্যাচ নিলেন ফাফ দু প্লেসি। ক্যাচ সঠিক ছিল কিনা বুঝতে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিলেন আম্পায়াররা। মাঠের বড় পর্দায় শুরুতে ‘নট আউট’ দেখানোয় সংশয় জাগলেও পরে দেখানো হলো আউট। ২১ রানে ফিরলেন লিটন। ৮.৫ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ৪৩। লেগ স্টাম্পে থাকা শর্ট বল হালকা খেলে ফাইন লেগে সিঙ্গেল নিতে চেয়েছিলেন ইমরুল। বল ব্যাটে আলতো ছুঁয়ে লেগে গেল কিপারের হাতে। অস্বস্তিকর শুরুর পর যখন কেবল হাত খুলতে শুরু করেছেন তখনই আউট ইমরুল। প্রিটোরিয়াসের বলে ফিরলেন ৩১ রানে। বাংলাদেশ ১৪ ওভারে ২ উইকেটে ৬৭। তিনে সাকিব এবং চারে নামেন টেস্ট অধিনায়ক মুশফিক। ২০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ৯৫। সাকিব ১৭ ও মুশফিক ১৯ রানে অপরাজিত রয়েছে। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন মাশরাফি বলেছেন, “দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রক্ষণাত্মক ক্রিকেট খেলার প্রশ্নই উঠে না। যদি এমন ভাবনা থাকে, নিজেদের দিনে আমরা ওদের হারাতে পারব, আমার মনে হয় তাহলে আমরা সুযোগই পাব না। ব্যাটিং-বোলিং যাই করি এখান থেকে বের হয়ে আসার একমাত্র পথ হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট খেলা।”
×