ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার ভৈরবে ব্লু হোয়েলে আসক্ত কিশোরের আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ০২:৩৬, ১৪ অক্টোবর ২০১৭

এবার ভৈরবে ব্লু হোয়েলে আসক্ত কিশোরের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, ভৈরব ॥ শনিবার সন্ধ্যায় ভৈরবের কালীপুর এলাকায় ব্লু হোয়েল গেমসে আসক্ত রোমান নামের এক কিশোর ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষত বিক্ষত করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব আবেদীন জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় প্রেরন করেন। আহত রোমান ওই এলাকার খোকন মিয়ার ছেলে। সে জেড রহমান স্কুল এন্ড কলেজের ইন্টারের ১ম বর্ষের ছাত্র। ডাক্তার ও স্বজনরা জানায় সে কয়েক মাস ধরে সে ব্লু হোয়েল গেমসে আসক্ত হয়। টিভিতে খবর শুনে তারা সচেতন হোন এবং তার উপর তারা নজর রাখতে শুরু করেন। আজ বিকালে সে এ ঘটনা ঘটানোর পর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন। সে যে টুকু আহত হয়েছে তাকে এখানেই চিকিৎসা দেত্তয়া সম্বব হতো শুধু মিডিয়ার ভয়ে তাকে ঢাকা পাঠানো হয়েছে বলে তার বড় ভাইয়ের অভিযোগ।
×