ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রাম্পের সিদ্ধান্তের নেপথ্যে নেতানিয়াহু

প্রকাশিত: ১৭:২৭, ১৪ অক্টোবর ২০১৭

ট্রাম্পের সিদ্ধান্তের নেপথ্যে নেতানিয়াহু

অনলাইন ডেস্ক ॥ একজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পাপেট মাস্টার’ এবং পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন তিনি-ই। ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পন্ন ছয়জাতি ও একটি জোটের পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তের বিষয়ে প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্লেষক কেভিন ব্যারেট এ কথা বলেছেন। ইরানের সঙ্গে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানি এবং বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ২০১৫ সালে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্লান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তি হয়। ট্রাম্প অভিযোগ করেছেন, চুক্তির শর্ত মানছে না ইরান এবং তারা পরমাণু ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনের লেখক ও রাজনৈতিক ভাষ্যকার ব্যারেট শুক্রবার প্রেস টিভিকে বলেন, ‘আন্তর্জাতিক বিষয় নিয়ে ট্রাম্প আবারো আমাদের ভীতিকর ও শত্রুতামূলক দৃষ্টিভঙ্গি দেখালেন, তার বাড়াবাড়ি রকমের বক্তব্যে এর আগেও বারবার আমরা তা দেখেছি, তিনি উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন, এবার ইরানকে দিচ্ছেন।’ ব্যারেট বলেছেন, ইরান বিষয়ে ট্রাম্পের সমস্যা পরমাণু কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয়, বরং ইহুদিবাদ নিয়ে ইরানের দৃষ্টিভঙ্গিই মূল কারণ। তিনি বলেছেন, ‘ইহুদিবাদ নিয়ে ইরান সত্য বলে থাকে এবং এ বিষয়ে মধ্যপ্রাচ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষের মত ও আদর্শের প্রতিফলন ঘটায় তারা। ইরান বলে থাকে, ইহুদিবাদের শেষ হবে এবং ফিলিস্তিন ভূখণ্ড স্বাধীন হবে।’ কেভিন ব্যারেট মনে করছেন, ‘পরমাণু চুক্তি নিয়ে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের আগ্রাসী পদক্ষেপের পেছনে রয়েছে এই বায়বীয় সমস্যা এবং নেতানিয়াহু-ই যে হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করেন, এর মাধ্যমে তার প্রতিফলন ঘটেছে।’ তিনি আরো বলেছেন, ট্রাম্প হলেন ইসরায়েলের নাচের পতুল এবং নেতানিয়াহুর কথায় নাচেন। ইসরায়েল যেভাবে চায়, ট্রাম্প সেভাবে কাজ করেন।
×