ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কালকিনিতে ১৩১০জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশিত: ২১:২১, ১৩ অক্টোবর ২০১৭

কালকিনিতে ১৩১০জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে অতিবৃষ্টি এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আজ শুক্রবার সকালে উপজেলা চত্ত্বরে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আফম বাহউদ্দিন নাছিম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহিন, আ’লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকী, কৃষি কর্মকর্তা ড. এইচ এম মনিরুজ্জামান, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক জিএম এ গফুর, পৌর আ’লীগের সভাপতি আইনজীবি আবুল বাশার, পৌর মেয়র এনায়েত হোসেন ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
×