ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহ বিভাগের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ২১:১৯, ১৩ অক্টোবর ২০১৭

ময়মনসিংহ বিভাগের উন্নয়ন কর্মকান্ড নিয়ে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের অগ্রগতি নিয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। আজ শুক্রবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও স্বাস্থ্য বিভাগের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ বৈঠকে উপস্থিত নাগরিক আন্দোলন, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকার দলীয় নেতৃবৃন্দ। সড়ক ও জনপথ বিভাগের ময়মনসিংহ গফরগাঁও, ত্রিশাল বালিপাড়া ও ভালুকা গফরগাঁও সড়কসহ ময়মনসিংহ পৌর এলাকায় সওজের সড়কের বেহাল দশায় হতাশ স্থানীয় নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রীর একান্ত সচিব। এলজিইডির তারাকান্দা-গোয়াতল এবং ভালুকা সখিপুরসহ বেহাল সড়কের উন্নয়নে ধীরগতি নিয়েও সভায় অসন্তোষ প্রকাশ করেছেন নাগরিক আন্দোলন ও স্থানীয় নেতৃবৃন্দ। পানি উন্নয়ন বোর্ডের দৃশ্যমান উন্নয়ন না থাকায় এবং স্বাস্থ্য বিভাগের বেহাল দশা নিয়েও নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয় বৈঠকে। এসময় প্রধান অতিথি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদ হাসান নতুন বিভাগ হিসেবে বিভিন্ন জেলার উন্নয়নে সবার সহযোগিতা চেয়েছেন। সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক খলিলুর রহমান, ময়মনসিংহ নাগরিক আন্দোলনের সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল আমিন কালাম, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নেত্রকোনা, শেরপুর ও জামালপুর জেলার সরকারী দলের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসময় ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ নিবাস চন্দ্র মাঝিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কেক কেটে ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় বর্ষ পূর্তি উদযাপন করা হয়। সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান কেক কেটে বর্ষ পূর্তির অনুষ্ঠানের উদ্বোধন করেন।
×