ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে শুক্রবার ফের নিরাপত্তা পরিষদের বৈঠক

প্রকাশিত: ০১:৩৫, ১২ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে শুক্রবার ফের নিরাপত্তা পরিষদের বৈঠক

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও সহিংসতার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ রোহিঙ্গা ইস্যুতে কফি আনান কমিশনের প্রতিবেদনের ওপর শুনানি করতে অনানুষ্ঠানিক এক বৈঠকে বসছে। শুক্রবার (১৩ অক্টোবর) এই বৈঠক হবে বলে কূটনৈতিকদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এদিকে, জাতিসংঘের শীর্ষ রাজনৈতিক বিষয়ক কর্মকর্তা জেফরি ফেল্টম্যান শুক্রবার রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার জন্য চারদিনের সফরে মিয়ানমার যাচ্ছেন। জাতিসংঘের এক কর্মকর্তা জানান, ফেল্টম্যান রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় মিয়ানমারের সঙ্গে আলোচনা করবেন। রাখাইন সংকট সমাধানে জাতিসংঘের মহাসচিব কফি আনানের নেতৃত্বে ৯ সদস্যের এই কমিশন গঠন করা হয়েছিল। যা কফি আনান কমিশন হিসেবে পরিচিতি পায়। চলতি বছরের ২৫ আগস্ট কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশমালা প্রকাশ করে। কমিশনের প্রতিবেদনে, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া ও বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করা হয়েছিল। নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি আহ্বান করেছে ফ্রান্স ও যুক্তরাজ্য। সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণ করতে কফি আনানের কাছ থেকে পরিস্থিতির বিবরণ শুনবে নিরাপত্তা পরিষদ। বুধবার জাতিসংঘের মানবাধিকার কমিশন এক প্রতিবেদনে জানিয়েছেন, রাখাইনে মুসলিমদের স্থায়ীভাবে উৎখাত করার পরিকল্পিত লক্ষ্য নিয়ে সামরিক অভিযান চালাচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। কূটনীতিকরা জানিয়েছেন, বাংলাদেশে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্য নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপনের চেষ্টা করছে। কিন্তু মিয়ানমারের ঘনিষ্ঠ মিত্র চীনের সঙ্গে আলোচনা খুব বেশি আগাতে পারেনি যুক্তরাজ্য। শুক্রবার নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে সব সদস্য রাষ্ট্রকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। ২৫ আগস্ট রাখাইনে সামরিক অভিযান শুরুর পর বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে পাঁচ লাখ বিশ হাজারের বেশি রোহিঙ্গা। মাঝখানে কয়েকদিন রোহিঙ্গাদের ঢল কিছু মাত্রায় কমে আসলেও চলতি সপ্তাহে তা আবার বেড়েছে। সোমবার বাংলাদেশে প্রায় এগারো হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। জাতিসংঘ মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নিধনযজ্ঞের প্রামাণ্য উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছে।
×