ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত ॥ আহত ১

প্রকাশিত: ২২:১৬, ১২ অক্টোবর ২০১৭

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত ॥ আহত ১

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার শিকদার বাড়ি মসজিদের কাছে মটরসাইকেল ও বাস মুখোমুখি সংঘর্ষে পুলিশের এসআই মনির হাসান (৩৫) নিহত ও কনষ্টেবল ইউসুফ আলী (৫০) গুরুতর আহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা দিকে রাজৈর থানার এসআই মনির হাসান ডিউটি পালনের জন্য কনষ্টেবল ইউসুফ আলীকে সঙ্গে নিয়ে মটরসাইকেল যোগে টেকেরহাট যাচ্ছিল। এ সময় মনির হাসানের মটর সাইকেলের পিছনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রন হারিয়ে যায়। এতে বিপরীত দিক থেকে মাদারীপুর গামী লুনা পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুঘটনায় মটরসাইকেল আরোহী এসআই মনির হাসান ও কনষ্টেবল ইউসুফ আলী গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদেরকে উদ্ধার করে প্রথমে রাজৈর ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এসআই মনির হাসান মারা যায়। নিহত মনির হাসান ফরিদপুর সদর উপজেলার বাখুন্ডা গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে। তার ৪ বছরের একটি ছেলে ও ২ বছরের একটি মেয়ে রয়েছে। আহত কনষ্টেবল ইউসুফ আলীর অবস্থা আশঙ্কাজনক। রাজৈর থানার ভারপ্রাপ্ত অফিসার জিয়াউল মোর্শেদ ঘটনা নিশ্চিত করেছেন ।
×