ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিন দিনব্যাপী গৃহায়ন অর্থায়ন মেলা শুরু ১৯ অক্টোবর

প্রকাশিত: ০২:৩০, ১১ অক্টোবর ২০১৭

তিন দিনব্যাপী গৃহায়ন অর্থায়ন মেলা শুরু ১৯ অক্টোবর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে প্রথমবারের মতো গৃহায়ন অর্থায়ন মেলা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। আবাসন খাতের সঙ্গে সংশ্লষ্ট সব প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিনদিনব্যপী এ মেলা আগামী ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। মেলায় সার্বিক সহযোগিতা করবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। বুধবার রাজধানীর বিএইচবিএফসি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন-রিহ্যাবের সিনিয়র সহসভাপতি ও চেয়ারম্যান (প্রেস অ্যান্ড মিডিয়া) সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী, সহ সভাপতি (১ম) লিয়াকত আলী ভূইয়া, পরিচালক কামাল মাহমুদ, শাকিল কামাল চৌধুরী, গ্রীনবিজ অ্যাড পয়েন্ট এর সিইও আফতাব বিন তমিজ প্রমুখ।
×