ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে গোপন বৈঠক চলাকালে ৫ জামায়াত কর্মী গ্রেফতার

প্রকাশিত: ০১:০৯, ১০ অক্টোবর ২০১৭

দিনাজপুরে গোপন বৈঠক চলাকালে ৫ জামায়াত কর্মী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর খানসামা উপজেলায় নাশকতার ঘটনা ঘটানোর জন্য গোপন বৈঠক চলাকালে ৫ জামায়াত-শিবির ক্যাডারদের পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ভোরে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ডিগ্রি কলেজের পাশে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালিন সময় খানসামা থানা পুলিশ ৫ জামায়াত ক্যাডারদের গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, শিবির ক্যাডার মাসুদ আল হাসান (২৫), খান সুলতান (২৭), জামায়াত নেতা মোবারক আলী (৪০), শহিদুল ইসলাম (৪২) ও জাফরুল্লাহ (৪৫)। গ্রেফতার হওয়া ৫ জামায়াত ক্যাডারদের বিরুদ্ধে খানসামা থানায় নাশকতার অভিযোগে মামলা রয়েছে। গত ২০১৫ সালের জানুয়ারী মাসে তাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থানায় পেন্ডিং রয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের নাশকতার মামলায় গ্রেফতারী পরোয়ানা বলে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তাদেরকে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
×