ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথমবার রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ড

প্রকাশিত: ১৭:৫৬, ১০ অক্টোবর ২০১৭

প্রথমবার রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ড

অনলাইন ডেস্ক ॥ প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিশ্চিত করল আইসল্যান্ড। পাশাপাশি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে সার্বিয়া মতো দলও। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যাওয়ার জন্য যোগ্যতা অর্জনের লড়াইয়ে নিজেদের সর্বোচ্চটুকু ঢেলে দিচ্ছে ইউরোপের দলগুলো। এমনই ধারাবাহিকতায় বাছাইপর্বের শেষ রাউন্ডের খেলায় কসোভোকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে আইসল্যান্ড। একইসঙ্গে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করল এই দলটি। ১০ ম্যাচ খেলে সাত জয় ও এক ড্রয়ে আইসল্যান্ডের পয়েন্ট ২২। অপরদিকে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি ২০১৮ বিশ্বকাপে খেলা নিশ্চিত করল সার্বিয়া। ছয় জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ২১। তবে বিশ্বকাপ খেলা হচ্ছে না রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলের। কেননা তার দল ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। পাঁচ জয় ও চার ড্রয়ে আয়ারল্যান্ডের পয়েন্ট ১৯।
×