ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের সহায়তায় পৌনে ৩ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০২:২২, ২০ সেপ্টেম্বর ২০১৭

রোহিঙ্গাদের সহায়তায় পৌনে ৩ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ মিয়ানমারে সহিংসতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় দুই কোটি ৮০ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বুধবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান। মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযানের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা এই শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন বার্নিকাট। এই শরণার্থীরা যাতে নিজেদের দেশে ফিরতে পারে সেজন্য বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান তিনি। এদিকে, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় দেড় কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।
×