ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ৭২৬ মন্ডপে দূর্গা পুজোর নিরাপত্তা রক্ষায় প্রশাসন তৎপর

প্রকাশিত: ২৩:১৯, ১৪ সেপ্টেম্বর ২০১৭

নওগাঁয় ৭২৬ মন্ডপে দূর্গা পুজোর নিরাপত্তা রক্ষায় প্রশাসন তৎপর

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে, হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজো। এই পুজোকে ঘিরে জেলাব্যাপী চলছে প্রতিমা তৈরীর কাজ। আর এই প্রতিমা তৈরীতে মহাব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শুধু পুরুষ শিল্পী নয়, নারী শিল্পীরাও প্রতিমা তৈরীতে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের যেন নাওয়া-খাওয়ার সময় নেই। মন্ডপ সাজানোর কাজেও আয়োজকরা ব্যস্ত হয়ে পড়েছেন। সবকিছু মিলিয়ে পুজোর গন্ধ যেন ছড়িয়ে পড়েছে চারিদিকে। নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এবছর নওগাঁ জেলায় ৭২৬টি মন্ডপে দূর্গাপুজোর আয়োজন করা হয়েছে। এরমধ্যে নিরাপত্তার দিক দিয়ে জেলা পুলিশ ৩৯০টি মন্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ১৭৫টি মন্ডপ চিহ্নিত করেছে পুলিশ। তবে জেলার সবগুলো মন্ডপেই নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকেই পুলিশী তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
×