ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারতের বাস অপারেটর নিয়োগের স্থিতাবস্থা হাইকোর্টের

প্রকাশিত: ২৩:৩১, ১৩ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশ-ভারতের বাস অপারেটর নিয়োগের স্থিতাবস্থা হাইকোর্টের

অনলাইন রিপোর্টার ॥ ভাড়া নির্ধারণ না করে দুই বছরের জন্য বাংলাদেশ-ভারতের পাঁচটি রুটে বাস অপারেটর নিয়োগের জন্য শুরু করা টেন্ডার প্রক্রিয়ার ওপর স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। বুধবার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। সঙ্গে ছিলেন এ আর এম কামরুজ্জামান, অর্পণ চক্রবর্তী ও শুভজিত ব্যানার্জি। বিআরটিসির পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। পরে এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘পাবলিক প্রকিউরমেন্ট আইনের ১৫ ধারা অনুসরণ না করেই টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়। তাই ওই টেন্ডার প্রক্রিয়ার ওপর এক মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। এখন এটা নিয়ে আর কোনো কার্যক্রম চালানো যাবে না।’
×