ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ চায় জর্জিয়া

প্রকাশিত: ০২:৩৭, ১২ সেপ্টেম্বর ২০১৭

বাংলাদেশে ‘বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ চায় জর্জিয়া

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বাংলাদেশে জর্জিয়ার ‘বিশেষ অর্থনৈতিক অব্জল’ প্রতিষ্ঠার অনুরোধ জানিয়েছে। মঙ্গলবার জর্জিয়ার এক বাণিজ্য প্রতিনিধিদলের সাথে এফবিসিসিআই নেতৃবৃন্দের আলোচনা সভায় এফবিসিসিআই নেতৃবৃন্দ এ অনুরোধ জানান। সভায় জর্জিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ডেভিড জালাগানিয়া জর্জিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বাংলাদেশে জর্জিয়ার রাষ্ট্রদূত মি. আর্চিল জুলিয়াসভিলি, জর্জিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশীয় দেশগুলোর বিভাগীয় প্রধান মিস নানা গ্যাপরিনডাসভিলি এবং বাংলাদেশে জর্জিয়ার অনারারি কনসাল জনাব রিয়াদ মাহমুদও আলোচনায় উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই প্রথম সহ-সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ-সভাপতি জনাব মোঃ মুনতাকিম আশরাফ এবং পরিচালকবৃন্দ। এফবিসিসিআই সভাপতি জনাব মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) তাঁর বক্তব্যে জর্জিয়া প্রতিনিধিদলকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল এবং আথর্-সামাজিক বিভিন্ন সূচকে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি ঘটছে। এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন যে, বাংলাদেশ গত কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে আসছে এবং গত বছর ৭.২৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। জনাব মহিউদ্দিন বর্তমান সরকারের উদার ও আকর্ষণীয় বিনিয়োগ নীতির প্রসঙ্গ তুলে ধরে জর্জিয়া প্রতিনিধিদলকে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) চীন ও ভারতের মত বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি উল্লেখ করেন যে, সরকার প্রদত্ত ‘ট্যাক্স হলিডে’ এবং বিভিন্ন দেশে রপ্তানির ক্ষেত্রে ‘কোটামুক্ত সুবিধা’ গ্রহণ করে জজিয় ব্যবসায়িরা বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন।
×