ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শহরের রাস্তায় ঘুরছে অ্যালিয়েন ক্যাট!

প্রকাশিত: ১৯:১৫, ১০ সেপ্টেম্বর ২০১৭

শহরের রাস্তায় ঘুরছে অ্যালিয়েন ক্যাট!

অনলাইন ডেস্ক ॥ বুলগেরিয়ার একটি শহরের রাস্তায় ঘুরে বেড়ানো একটি বেড়ালের খবর সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। আর পাঁচটা সাধারণ বেড়ালের মতোই মিষ্টি মুখ তার। ছোট ছোট থাবা ফেলে চলাফেরা করে। কিন্তু গায়ের রং সবুজ। এমন আশ্চর্য রংয়ের বেড়াল দেখেতে বুলগেরিয়ার রাস্তায় প্রায়ই মানুষের ভিড় জমে যাচ্ছে। অনেকে আবার তার নাম দিয়েছেন ‘এলিয়েন ক্যাট’। কিন্তু সবার একই প্রশ্ন- বেড়ালটির গায়ের রং সবুজ হলো কিভাবে? অনেকে ভেবেছিলেন, ইচ্ছাকৃত কেউ বেড়ালটির গায়ে রং করে দিয়েছে। কিন্তু পরে জানা গেছে আসল ঘটনা। বেড়ালটি দিনের পর দিন একটি পুরনো রংিয়ের ব্যারেলে গিয়ে নিশ্চিন্তে ঘুমাত। আর এর ফলে তার গায়ের রং পুরোপুরি সবুজ হয়ে যায়। পশু চিকিৎসকরা জানিয়েছেন, এই রং বেড়ালটির স্বাস্থ্যে কোনো ক্ষতি করবে না। এ খবরে আনন্দে মেতে উঠেছে, 'অ্যালিয়েন ক্যাট'-এর পাড়ার বাসিন্দারা। নিজেদের প্রিয় সবুজ মেনিকে রোজ গিয়ে আদর করছেন তারা। দিচ্ছেন খাবারও। আর সেই খাবার বাকি বেড়াল বন্ধুদের সঙ্গে নিয়ে চেটেপুটে খাচ্ছে সে। তবে ধীরে ধীরে সে আবার স্বাভাবিক আগের রংয়ে ফিরে যাচ্ছে। অর্থাৎ সবুজ থেকে বাদামী হয়ে উঠছে বেড়ালটি। সূত্র: পিপল পেটস।
×