ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউরোপ পেরিয়ে এবার রাশিয়ায় ছুরি হামলা ॥ হামলাকারী নিহত

প্রকাশিত: ০০:৫৯, ১৯ আগস্ট ২০১৭

ইউরোপ পেরিয়ে এবার রাশিয়ায় ছুরি হামলা ॥ হামলাকারী নিহত

অনলাইন ডেস্ক ॥ ইউরোপের কয়েকটি দেশে সন্ত্রাসীদের ছুরি হামলার পর এবার এ তালিকায় নাম লেখাল রাশিয়া। রাশিয়ার মধ্যাঞ্চলীয় শহর সুরগুতে এক ব্যক্তি ছুরি নিয়ে পথচারীদের ওপর হামলা চালিয়ে আটজনকে আহত করেছে। এটি সন্ত্রাসী হামলার ঘটনা কি না, তা এখনও নিশ্চিত নয়। হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন বলে দাবি করেছে অনেকে। পুলিশ হামলাকারীকে হত্যা করেছে বলে রাশিয়ার তদন্ত কমিটির সুরগুত শাখার প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় সময় সকাল প্রায় ১১টা ২০ মিনিটের দিকে হামলাটি চালানো হয়। এতে কেউ নিহত না হলেও আহতদের চিকিৎসা দিতে হয়েছে বলে তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে। আইন প্রয়োগকারীরা নিহত হামলাকারীর পরিচয় শনাক্ত এবং তার হামলার উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন। বার্তা সংস্থা তাসকে পুলিশ জানিয়েছে, হামলাকারী মানসিক অসুস্থতায় ভুগছিলেন এমন একটি দাবি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উরাল পবর্তমালার পূর্বদিকে অবস্থিত খান্তি-মানসি স্বায়ত্তশাসিত এলাকার বৃহত্তম শহর সুরগুত। তিন লাখ ৬০ হাজার বাসিন্দার এ শহরটি রাশিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলনের একটি প্রধান কেন্দ্র। ডেইলি মেইল।
×