ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হিজবুল মুজাহিদিনকে জঙ্গীদল ঘোষণা করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৮:২০, ১৭ আগস্ট ২০১৭

হিজবুল মুজাহিদিনকে জঙ্গীদল ঘোষণা করল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক ॥ হিজবুল মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিনকে আগেই 'গ্লোবাল টেররিস্ট' হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। আর এবার তার সংগঠনকেও ব্ল্যাক লিস্টে ফেলল ট্রাম্প প্রশাসন। এ ব্যাপারে বুধবার মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো বাসিন্দা ওই সংগঠনের সঙ্গে কোনোভাবে যুক্ত হলে তার কড়া শাস্তি হবে। এ ছাড়া কারও কাছে যদি হিজবুলের কোনো জিনিস পাওয়া যায়, সে ক্ষেত্রে সেটি তৎক্ষণাৎ বাজেয়াপ্ত করা হবে। এ সময় হিজবুল মুজাহিদিনকে জঙ্গী সংগঠন উল্লেখ করা হয়। এ ছাড়া জম্মু ও কাশ্মীরে একাধিক হামলার ঘটনায় এই সংগঠন দায় স্বীকার করেছে বলেও জানানো হয়। উল্লেখ্য, গত বছরে এই সংগঠনের কমান্ডার বুরহান ওয়ানিকে হত্যা করে ভারতীয় সেনারা। তারপর থেকেই কাশ্মীরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে। অন্যদিকে, কয়েকদিন আগে ওই সংগঠনের আরেক দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ইয়াসিনকেও হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।
×