ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৃত্যুদন্ডপ্রাপ্ত আজহার ও কায়সারের আপীল শুনানি আজকের কার্যতালিকায়

প্রকাশিত: ০৪:৪৯, ১৩ আগস্ট ২০১৭

মৃত্যুদন্ডপ্রাপ্ত আজহার ও কায়সারের আপীল শুনানি আজকের কার্যতালিকায়

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে দীর্ঘ ১৬ মাস পর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত দুই যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলাম ও মোহাম্মদ কায়সারের আপীল শুনানি কার্যতালিকায় এসেছে। সর্বশেষ মীর কাশেম আলীর মামলার আপীলের রায় ঘোষণার এক বছর ৫ মাস ৪ দিন পর দুই যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম ও জাতীয় পার্টির সাবেক মন্ত্রী মোহাম্মদ কায়সারের আপীল শুনানি আজ রবিবারের কার্যতালিকায় রয়েছে। মীর কাশেম আলীর মামলা ২০১৬ সালের ৮ মার্চ ঘোষণা করা হয়। এর পর আর কোন মামলা শুনানির জন্য কার্যতালিকায় আসেনি। এবার প্রায় ১৬ মাস পরে দুটি আপীল একই সঙ্গে একই দিনে তালিকায় এসেছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপীল বিভাগে এই মামলা দুটি আজ রবিবারের (কজলিস্টের) কার্যতালিকায় ক্রম ২ ও ৩ নম্বরে (ফর অর্ডার) শুনানির দিন ঠিক করার জন্য রয়েছে। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোঃ সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
×