ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে পুলিশের স্টিকার লাগিয়ে প্রতারণা, আটক ৩

প্রকাশিত: ০২:৪৯, ১২ আগস্ট ২০১৭

কক্সবাজারে পুলিশের স্টিকার লাগিয়ে প্রতারণা, আটক ৩

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ গাড়িতে পুলিশের স্টিকার লাগিয়ে ফেন্সিডিল সরবরাহ করার সময় প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যা ব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে গোপনে সংবাদ পেয়ে পুলিশের স্টিকার লাগানো একটি জীপ গাড়িকে চ্যালেঞ্জ করে তাদের কাছ থেকে ফেন্সিডিল ও এক লাখ টাকা উদ্ধার করা হয়। আটকরা হচ্ছে- ফরিদপুর সদরে আলীপুর খাঁ পড়ার মো: মোশারফের পুত্র মো: সাকির হোসেন ওরভে সোহেল, রাজবাড়ীর গোয়ালন্দ থানার জোয়ান মোল্লাপাড়ার বিশ্বনাথের পুত্র হরে কৃষ্ণ ভক্ত ও একই এলাকার মো: আলা উদ্দীনের পুত্র মো: জুয়েল রানা। র্যা ব কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গাড়ির সামনের গ্লাসে পুলিশ ষ্টীকার লাগিয়ে প্রতারনা করে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইয়াবা ট্যাবলেট (মাদক) দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে ওই চক্রটি। লিংকরোড র্যা বের চেকপোস্ট পার হওয়ার সময় গাড়িটিকে চ্যালেঞ্জ করা হয়। এসময় তাদের তল্লাশী করে দু’বোতল ফেনন্সিডিল, একলাখ টাকা উদ্ধার ও ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়েছে।
×