ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে ॥ হানিফ

প্রকাশিত: ০০:৫৬, ১২ আগস্ট ২০১৭

একাত্তরের পরাজিত শক্তি স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে ॥ হানিফ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, তারাই মহান স্বাধীনতার ইতিহাস বারবার বিকৃত করছে। স্বাধীনতার ইতিহাস নিয়ে বিএনপি-জামায়াত বহুবার বিতর্ক করেছে উল্লেখ করে হানিফ বলেন, যারা একাত্তরের পরাজিত শক্তি, একাত্তরের স্বাধীনতা বিরোধী, তারাই স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। জামায়াত-বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, পাকিস্তান আমলে মোহাম্মদ আলী জিন্নাকে যখন ‘জাতির পিতা’ হিসেবে মেনে নিয়েছিলেন তখন অসুবিধা হয়নি, এখন বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে মেনে নিতে আপনাদের অসুবিধা কোথায়। তিনি বলেন, বঙ্গবন্ধুকে কটাক্ষ করে কোন কথা জাতি মেনে নিবে না। তিনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনুসরণ করে পথ চলার জন্য সকলকে আহ্বান জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে জাতিকে বিভক্ত করেছিলেন জিয়াউর রহমান। এজন্য বাংলাদেশ এখনও বরবার হোঁচট খাচ্ছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যেমে জিয়াউর রহমানের মরনোত্তর বিচার করলেই বিভক্ত জাতিকে এক করা সম্ভব। শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষণ ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান আলোচক ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, সংরক্ষিত নারী আসনের এমপি আখতার জাহান, রাজশাহী মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল-আলম হানিফ আরো বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন। তিনি বলেন, দেশের বিচার বিভাগ স্বাধীন বলেই আদালত এমন রায় দিতে পারছে। ষোড়শ সংশোধনী নিয়ে দেশের মধ্যে একটা আলোচনার সৃষ্টি হয়েছে। একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রধান বিচারপতিকে ইঙ্গিত করে হানিফ বলেন, ‘রায়ের পাশে পর্যবেক্ষণে অনেক কথা বলেছেন। সংসদ নিয়ে কটাক্ষ করা হয়েছে। সংসদ নিয়ে বলেছেন, যে সংসদ সদস্যরা অপরিপক্ক। তারা নিজেরাই (এমপিরা) যোগ্য কি না এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকে যে এই রায় দিচ্ছেন, আপনারা কার দ্বারা নিয়োজিত? কার দ্বারা নিয়োগপ্রাপ্ত? এই সংসদের মাধ্যমে গঠিত সরকার, সেই সরকারের রাষ্ট্রপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত। যদি সংসদ সদস্যরা অযোগ্য ব্যক্তি হন, তাহলে আপনারা অযোগ্য ব্যক্তির দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়ে এখানে কথা বলছেন বলে উল্লেখ করেন হানিফ। আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এখানে জাতির জনকের বাইরে অন্য কারও কথা বলার কোনো সুযোগ নেই। এই একক নেতৃত্বের বিরুদ্ধে যারা কথা বলতে চান, তারা মূলত স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার চক্রান্তে লিপ্ত হয়েছেন। আমরা পরিস্কারভাবে জানিয়ে দিতে চাই, সাংবিধানিক পদে থেকে আপনি ইতিহাস বিকৃতি করবেন, এটা বাংলাদেশের জনগণ কখনো মেনে নিবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালসহ সংস্থাটির বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত রাজশাহী বিভাগের আলেম-ওলামাগণও অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
×