ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আর্সেনালের নাটকীয় জয়

প্রকাশিত: ১৭:২৬, ১২ আগস্ট ২০১৭

আর্সেনালের নাটকীয় জয়

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর এক জয় তুলে নিল আর্সেনাল। শুক্রবার রাতে আর্সেনাল-লেস্টারের দারুণ লড়াইয়ে ২০১৭-১৮ মৌসুমের ইপিএলের অভিষেকটাও হলো চমৎকার। এমিরেটস স্টেডিয়ামের ম্যাচে ৪-৩ গোলে শেষ মূহূর্তে নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্সেন ভেঙ্গারের শিষ্যরা। সম্প্রতি আর্সেনালে যোগ দেওয়া আলেকসান্দ্রে লাকাজের প্রিমিয়ার লিগ অভিষেক এর চেয়ে ভালো বুঝি আর হতে পারতো না। ফরাসি এই ফরোয়ার্ডের হেডে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে দারুণ ক্রস দিয়েছিলেন মিশরের মিডফিল্ডার মোহামেদ এলেনি। পাল্টা জবাব দিতে দেরি করেনি লেস্টার। পিছিয়ে পড়ার ৯৪ সেকেন্ড পরই ম্যাচে সমতা টানে তারা। বাইলাইন থেকে ব্রিটিশ ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার হেড ছয় গজ বক্সে পেয়ে ফিরতি হেডে বল জালে পাঠান জাপানের ফরোয়ার্ড শিনজি ওকাজাকি। খেলার ধারার বিপরীতে ২৮তম মিনিটে এগিয়ে যায় লেস্টার। ব্রিটিশ মিডফিল্ডার মার্ক অ্যালব্রাইটনের ছয় গজ বক্সে বাড়ানো ক্রস থেকে গোলটি করেন জেমি ভার্ডি। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য অতিথিদেরও বেশিক্ষণ থাকেনি। বিরতির খানিক আগে সমতায় ফেরে আর্সেনাল; বসনিয়ার ডিফেন্ডার সেয়াদ কোলাশিনাচের ছোট পাস পেয়ে লক্ষ্যভেদ করেন ড্যানি ওয়েলবেক। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আবারও এগিয়ে যায় লেস্টার। রিয়াদ মাহরেজের কর্নার থেকে দারুণ কোনাকুনি হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার ভার্ডি। ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের স্বপ্নই হয়তো দেখতে শুরু করেছিল লেস্টার; কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে সব হিসেব পাল্টে দেয় আর্সেনাল। দুটি গোলই আসে কর্নার থেকে। ৮২তম মিনিটের কর্নারটি অতিথি দলের খেলোয়াড়রা ঠিকমতো বিপদমুক্ত করতে ব্যর্থ হলে পেয়ে যান গ্রানিত জাকা। তার দারুণ ক্রস ডি-বক্সে ডান দিকে পেয়ে একটু এগিয়ে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন বদলি নামা অ্যারন র্যা মজি। পরের কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে পাঠিয়ে সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান অলিভিয়ে জিরুদ।
×