ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টেইলর সুইফটের জয়

প্রকাশিত: ১৭:২৪, ১২ আগস্ট ২০১৭

টেইলর সুইফটের জয়

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে ধনী সঙ্গীত তারকাদের একজন। তারপরও শ্লীলতাহানির শিকার হয়েছে টেইলর সুইফট (২৭)কে। এ নিয়ে আইনের ধারস্থও হয়েছিলেন। অবশেষে সত্যের জয় হলো। আদালতে অভিযুক্ত ডিজে ডেভিড মুয়েলারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৩ সালে একটি কনসার্টে টেইলরের সঙ্গে তিনি অসদাচরণ করেছিলেন। ৫৫ বছর বয়সী মুয়েলারই উল্টো তিন মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়ে বসেছিলেন টেইলরের কাছে। আদালতে মুয়েলার অভিযোগ করেছিলেন, টেইলরের শ্লীলতাহানি করেছেন এমন অভিযোগ এনে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এতে তাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। পরে টেইলরও উল্টো মুয়েলারের বিরুদ্ধে অভিযোগ আনেন। বলেন, ২০১৩ সালে কনসার্টে ফটোসেশনের সময় তার শরীরের স্পর্শকাতর জায়গায় হাত রাখেন মুয়েলার। তবে সেজন্য তিনি তাকে চাকরিচ্যুত করেননি। টেইলরের কথা প্রমাণিত হওয়ায় শুক্রবার আমেরিকার ডেনবার আদালত মুয়েলারের ক্ষতিপূরণের দাবি খারিজ করে দিয়েছেন। সূত্র : মিরর, বিবিসি।
×