ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চীনের বাজার ধরতে ফেসবুকের ফন্দি

প্রকাশিত: ১৭:২৩, ১২ আগস্ট ২০১৭

চীনের বাজার ধরতে ফেসবুকের ফন্দি

অনলাইন ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনে ২০০৯ সাল থেকেই ফেসবুক নিষিদ্ধ। শুধু ফেসবুকই নয়, গুগল, ইউটিউব, ইনস্টাগ্রাম- বিশ্বে জনপ্রিয় সব সামাজিক যোগাযোগের সাইটই চীনে নিষিদ্ধ। দেশটিতে সামাজিক যোগাযোগের নিজস্ব সাইট আছে। সেগুলোও খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। অন্যান্য বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগের সাইটগুলোর মতো চীনের বিশাল বাজার ধরতে নিত্য নতুন ফন্দি আঁটছে ফেসবুকও। এবার চীনে তারা নতুন একটি অ্যাপ ছেড়েছে। ফটোশেয়ারিং সেই অ্যাপটির নাম'কালারফুল ব্যালুন'স'। এ অ্যাপটি ফেসবুকের 'মোমেন্টস অ্যাপলিকেশন' এর মতোই কাজ করে। 'কালারফুল ব্যালুন'স অ্যাপটি চীনে ফেসবুক ছেড়েছে স্থানীয় একটি কোম্পানির মাধ্যমে। অ্যাপটি যে ফেসবুক বানিয়েছে এমন কোনো প্রমাণ রাখেনি তারা। পাছে ফের নিষিদ্ধের ঘেঁড়াকলে পড়তে হয়! সূত্র : হিন্দুস্থান টাইমস
×