ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নতুন জার্সিতে নেইমার কবে নামবেন, ধোঁয়াশা এখনও

প্রকাশিত: ১৯:১৯, ১০ আগস্ট ২০১৭

নতুন জার্সিতে নেইমার কবে নামবেন, ধোঁয়াশা এখনও

অনলাইন ডেস্ক ॥ প্যারিস সঁ জরমঁ (পিএসজি)-এর জার্সিতে নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের অভিষেক নিয়ে ধোঁয়াশা অব্যাহত! বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেকর্ড অর্থে গত ৪ অগস্ট পিএসজি-তে যোগ দেন ব্রাজিলীয় তারকা। পরের দিনই ফরাসি লিগে তাঁর নামার কথা ছিল। কিন্তু নেইমারের সার্টিফিকেট অফ ইন্টারন্যাশনাল ট্রান্সফার (সিআইটি) ফরাসি ফুটবল সংস্থায় পিএসজি কর্তারা সময় মতো জমা দিতে না পারায় থমকে যায় অভিষেক। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আগামী রবিবার গুঁইগাম্পের বিরুদ্ধেও তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। কেন? ফিফার নিয়ম অনুযায়ী নেমারের সিআইটি লা লিগা কর্তৃপক্ষের পাঠানোর কথা ফরাসি ফুটবল সংস্থায়। বৃহস্পতিবার রাতের মধ্যে তা জমা পড়লে নেইমারের পরের ম্যাচ খেলা কার্যত অসম্ভব। ব্রিটিশ সংবাদ মাধ্যমের দাবি, নেইমারকে আটকাতে না পেরে ইচ্ছাকৃত ভাবেই এই পথ নিয়েছেন লা লিগা কর্তৃপক্ষ। ক্ষুব্ধ ফরাসি লিগের এক কর্তা বলেছেন, ‘‘আমরা স্তম্ভিত। ফিফার নিয়ম উপেক্ষা করেছে লা লিগা।’’ যদিও অভিযোগ অস্বীকার করে লা লিগার এক কর্তা বলেছেন, ‘‘নির্ধারিত সময়ের মধ্যেই আমরা নেমারের সিআইটি ফরাসি ফুটবল সংস্থায় পাঠিয়ে দিচ্ছি। আশা করছি, এই সপ্তাহের শেষেই ও মাঠে নামতে পারবেন।’’ এই পরিস্থিতিতে বার্সেলোনার বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন ব্রাজিলীয় তারকা। চুক্তি ভেঙে পিএসজি-তে যোগ দেওয়ায় নেমার ও তাঁর বাবার বোনাস আটকে দিয়েছে বার্সেলোনা। বোনাস আদায় করতে তাই ফিফার দ্বারস্থ হচ্ছেন তিনি। তবে নেইমারকে নেওয়ার জন্য পিএসজি যে ভাবে অর্থ খরচ করছে, তাতে ক্ষুব্ধ জার্মান কিংবদন্তি কার্ল হেইনজ রুমেনিগে। তিনি বলেছেন, ‘‘নেমারকে নেওয়ার জন্য যে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হয়েছে, তা একেবারেই অযৌক্তিক। আমরা হলে ওই অর্থে স্টেডিয়ামের উন্নতি করতাম।’’ নেমারের মতোই ফিলিপে কুটিনহোকে নিয়ে অস্বস্তি বাড়ছে লিভারপুল শিবিরে। বার্সেলোনা খেলতে মরিয়া ব্রাজিলীয় মিডফিল্ডারকে ছাড়তে রাজি নয় লিভারপুল। তাই ক্লাবের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×