ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাস্টিন ট্রুডোর কোলে জাস্টিন ট্রুডো

প্রকাশিত: ১৯:৩৫, ১৭ জুলাই ২০১৭

জাস্টিন ট্রুডোর কোলে জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক ॥ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কোলে ছোট্ট এক জাস্টিন ট্রুডো। সম্প্রতি প্রকাশিত এক ছবিতে দেখা যায় এমন এক দৃশ্য। তবে এই ট্রুডো দেশটির প্রধানমন্ত্রীর রক্ত-সম্পর্কের কেউ নয়। বরং মুসলিম সিরীয় এক দম্পতির সন্তান। ওই দম্পতিকে কানাডায় আশ্রয় দেওয়ার কারণেই প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জানাতে এ নাম রাখা হয়েছে। স্থানীয় সময় সম্প্রতি কানাডার ক্যালগেরি শহরে এক অনুষ্ঠানে ওই শিশুকে কোলে নেন ট্রুডো। চলতি বছরের মে মাসেই ক্যালগেরিতেই জন্ম হয় ছোট্ট শিশু জাস্টিন ট্রুডো অ্যাডাম বিলানের। সিরিয়ার দামেস্ক শহর থেকে কানাডায় পালিয়ে আসেন ছোট্ট শিশু ট্রুডোর বাবা-মা মুহাম্মদ ও আফরা বিলান। সেই সময় তাদের সঙ্গে আরো দুই সন্তান ছিল। মুহাম্মদ ও আফরা জানান, কানাডায় আশ্রয় দেওয়ার জন্য তাঁরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। এজন্য তাঁদের নবজাতকের নাম রেখেছেন জাস্টিন ট্রুডো। ২০১৫ সালে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হন ট্রুডো। তিনি নির্বাচিত হওয়ার এখনো পর্যন্ত সিরিয়া থেকে ৪০ হাজার শরণার্থী কানাডায় আশ্রয় পেয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে কানাডার অন্টারিও শহরের আরেক সিরীয় দম্পতিও জাস্টিন ট্রুডোর নামে সন্তানের নাম রাখেন।
×