ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাগুরছড়ায় পাহাড় ধস ॥ চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৬:২৫, ২০ জুন ২০১৭

মাগুরছড়ায় পাহাড়  ধস ॥ চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৯ জুন ॥ প্রবল বর্ষণে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় পাহাড় ধসে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকার চার ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে। সোমবার সাড়ে ১২টায় মাটি সরিয়ে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়। রবিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর মাগুরছড়া পাহাড়ী এলাকায় ২৯৮’র ১/২ নং খুঁটি এলাকায় পাহাড় ধসে মাটি রেলপথের ওপর পড়ে। এতে সকাল সোয়া আটটা থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ অবস্থায় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেন ভানুগাছ স্টেশনে, শমসের নগরে জয়ন্তীকা ও সিলেটগামী জালালাবাদ ট্রেন শ্রীমঙ্গলে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়রে কর্মীরা সকাল ১০ থেকে পাহাড়ের মাটি সরানোর কাজ শুরু করে রেলের উপর হতে মাটি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। কালনী ট্রেন দূপুর সোয়া ১২টায় দুর্ঘটনাস্থল পার হয়। শ্রীমঙ্গল স্টেশন মাস্টার ফয়েজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে রেলকর্মীরা মাটি সরানোর কাজ শেষ করলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। রেলওয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী মুজিবুর রহমান জানান, রেলওয়ের শ্রমিকদের সহায়তায় রেল লাইনের ওপর থেকে মাটি সরানো হয়।
×