ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পার্বত্য অঞ্চলে ব্যাংকগুলোকে ত্রাণ বিতরণের নির্দেশ

প্রকাশিত: ০১:২২, ১৯ জুন ২০১৭

পার্বত্য অঞ্চলে ব্যাংকগুলোকে ত্রাণ বিতরণের নির্দেশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের আওতায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমি ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি প্রবল বৃষ্টিপাতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভূমিধসে ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে। শতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় মানবিক বিপর্যয় মারাত্মক রূপ ধারণ করেছে। অনেক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। এ অবস্থায়, করপোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় ভূমিধসে ক্ষতিগ্রস্ত পার্বত্য চট্টগ্রাম এলাকার অসহায় জনগোষ্ঠীর মাঝে অবিলম্বে প্রয়োজনীয় আর্থিক ও ত্রাণসহায়তা খাদ্য, বস্ত্র, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ প্রভৃতি দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
×