ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুড়ঙ্গ খুঁড়ে ইন্দোনেশিয়ার কারাগার থেকে চার বিদেশীর পলায়ন

প্রকাশিত: ২২:১১, ১৯ জুন ২০১৭

সুড়ঙ্গ খুঁড়ে ইন্দোনেশিয়ার কারাগার থেকে চার বিদেশীর পলায়ন

অনলাইন ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার পুলিশ হন্য হয়ে চার বিদেশী কয়েদিকে খুঁজে বেড়াচ্ছে। তারা বলছে, সম্প্রতি এই কয়েদিরা বালির কেরোকোবান কারাগারের ভেতর থেকে সুরঙ্গ খুঁড়ে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়া এসব কয়েদির পরিচয়ও প্রকাশ করেছে ইন্দোনেশিয়ান পুলিশ। তারা হচ্ছেন- অস্ট্রেলিয়ান শন এডওয়ার্ড ডেভিডসন, বুলগেরিয়ান ডিমিটার নিকোলভ, ভারতীয় সায়েদ মুহাম্মদ ও মালয়েশিয়ান নাগরিক তি কোক কিং। কারাগারটির গভর্নর টনি নেইঙ্গোলান বলেছেন, ‘কয়েদিরা বালিতেই রয়েছে, অথবা পার্শ্ববর্তী কোনো দ্বীপে লুকিয়ে আছে।’ জানা গেছে, ইন্দোনেশিয়ায় মাদক সংক্রান্ত অপরাধের জন্য সম্প্রতি প্রচুর পরিমাণে দেশ-বিদেশের নাগরিকদের আটক করা হয়। এছাড়া দেশটিতে এ ধরণের পলায়ন খুব একটা নতুন নয়। এই চারজন বিদেশীও মাদক ও জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে কারাবাস করছিলেন। কর্মকর্তারা জানান, ৫০ থেকে ৭০ সে.মি. মুখ বিশিষ্ট ৪৫ ফুট দীর্ঘ একটি গর্ত খুঁড়ে কারাগারের ভেতর থেকে বাহিরে বের হতে সক্ষম হন কয়েদিরা। কিন্তু দেশটির কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়ে যে, সুরঙ্গটি পানি নিষ্কাশনের জন্য ব্যবহৃত হতো। সূত্র: বিবিসি
×