ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডে ড্রিম সাপোর্ট নিয়ে গ্যালাক্সি-৮

প্রকাশিত: ১৮:৩৪, ১৮ মে ২০১৭

ডে ড্রিম সাপোর্ট নিয়ে গ্যালাক্সি-৮

অনলাইন ডেস্ক ॥ দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক জায়ান্ট স্যামসাংয়ের নতুন গ্যালাক্সি ৮ ও এস৮ স্মার্টফোনে গুগলের ভার্চুয়াল রিয়েলিটে (ভিআর) প্রোগ্রাম যুক্ত হচ্ছে। তথ্য প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০১৬ সালে গুগল ঘোষণা দিয়েছিল যে স্যামসাং তাদের ডে ড্রিম প্রজেক্টের পার্টনার হতে যাচ্ছে। তখনই অনুমান করা হয়েছিল স্যামসাংয়ের পরবর্তী সংস্করণে ডে ড্রিম সাপোর্ট সংযুক্ত হতে যাচ্ছে। গুগল আরো ঘোষণা দেয় যে এল জি'র সর্বশেষ ফ্লাগশিপ ডিভাইসেও ডে ড্রিম সাপোর্ট সংযুক্ত থাকবে। ইতোমধ্যে হুয়াওয়ে মেট ৯ প্রো ও মটরোলা জেড, জেড টি ই এক্সন ৭ গুগলের ডে ড্রিম প্রযুক্তি সাপোর্ট ব্যবহার করছে। উল্লেখ্য, ডে ড্রিম হচ্ছে এক ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) প্লাটফর্ম। যেটির প্রস্তুতকারক গুগল । সাধারণত ভার্চুয়াল রিয়েলিটি হ্যাডসেট ও অ্যান্ড্রয়েড নাগেট প্রযুক্তির সেটে এটি ব্যবহৃত হয়ে থাকে। সূত্র: টেকক্রাঞ্চ
×