ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রোদেলা শবনম

বিক্রি নয়, দেশ রক্ষা

প্রকাশিত: ০৫:৪২, ২০ এপ্রিল ২০১৭

বিক্রি নয়, দেশ রক্ষা

‘শেখ হাসিনা দেশ বিক্রি করে না, দেশ রক্ষা করে’ প্রগাঢ় আত্মবিশ্বাস আর দৃঢ়তার সাথে নিজের সম্পর্কে এই উক্তিটি করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি ভারতের কাছে কোনও দেনা-পাওনার জন্য যাইনি, স্রেফ বন্ধুত্ব চাইতে গিয়েছিলাম, বন্ধুত্ব পেয়েছি। দেশের মানুষের জন্য সম্মান বয়ে আনতে পেরেছি এটাই এই সফরের সবচেয়ে বড় অর্জন। গত ৭ থেকে ১০ এপ্রিল চার দিনের ভারত সফর শেষে দেশে ফিরে একদিন পরেই গণভবনে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সে সফর সম্পর্কে বিস্তারিত জানান শেখ হাসিনা। সফর থেকে তার অর্জনের নানা দিক তুলে ধরেন। এই সফরে শেখ হাসিনা ভারতের কাছে দেশকে বিক্রি করে দিয়েছেন, রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন মহলের এমন সমালোচনার প্রসঙ্গ তুলে একটি প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেছিলেন, একটা কথা সবসময় মনে রাখবেন, শেখ হাসিনা কখনো দেশ বিক্রি করবে না, দেশকে রক্ষা করবে।’ তিনি বলেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছে, ভারতের সেনাবাহিনীর কাছ থেকে আমাদের সেনাবাহিনীর শেখার ও প্রশিক্ষণের অনেক কিছু রয়েছে। এই সহায়তা কাঠামোগত। এতে থাকবে শিক্ষা সফর, প্রশিক্ষক বিনিময়, চিকিৎসা সফর বিনিময়, টহল অনুশীলণ ইত্যাদি। প্রতিরক্ষা মন্ত্রণালয় তার নিজেরই দায়িত্বে এমন কথা স্মরণ করিয়ে দিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে শেখ হাসিনা যা বলেন সেটা এখানে তুলে ধরছি। তিনি বলেন, যতক্ষণ আমি বেঁচে আছি, ততক্ষণ বাংলাদেশের স্বার্থ বিরোধী কিছু হবে না, এটা মনে রাখবেন। ইডেন কলেজ, ঢাকা থেকে
×