ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এনআরবি ফান্ড

প্রকাশিত: ২৩:৩৪, ১৯ মার্চ ২০১৭

দরবৃদ্ধির শীর্ষে আইসিবি এনআরবি ফান্ড

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দর বাড়ার শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড। এদিন ফান্ডটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, ফান্ডটি সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫১ বারে ৬ লাখ ৪৬ হাজার ৮৪০টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ১ কোটি ৪৭ লাখ টাকা। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১৯ টাকা ৫০ দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৩০ বারে ৯৬ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৫২ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সের ১ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৪১ শতাংশ দর বেড়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - প্রগতি ইন্স্যুরেন্স, ফ্যাস ফিন্যান্স, সাইফ পাওয়ারটেক, এসিআই ফরমুলেশনস, তাকাফুল ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স ও ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
×