ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুনামগঞ্জের ডলুরা সীমান্তে চালু হচ্ছে আরো নতুন একটি স্টেশন

প্রকাশিত: ০১:০৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

সুনামগঞ্জের ডলুরা সীমান্তে চালু হচ্ছে আরো নতুন একটি স্টেশন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জের সদর উপজেলার নারায়নতলা সীমান্ত এলাকায় ডলুরা শুল্কস্টেশন চালু উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই এই নতুন শুল্কস্টেশনটি চালু হবে বলে দু’দেশের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় জানানো হয়। এ বিষয়ে ডলুরা এলাকায় আজ শুক্রবার বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা মতবিনিময় করেছেন। সভায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান উপস্থিত ছিলেন। সকাল ১১টায় দুই দেশের ব্যবসায়ীরা ডলুরা এলাকা পরিদর্শন শেষে মতবিনিমিয় সভা করেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক বেলাল উদ্দিন, বর্ডার গার্ড বাংলাদেশের সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ চেম্বাররের সভাপতি খায়রুল হুদা চপল, ভারতের ব্যবসায়ী প্রতিনিধি মহেশ কুমার জালান প্রমুখ। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, জায়গাটি শুল্কস্টেশন স্থাপনের উপযোগী, ইতিমধ্যে এ বিষয়ে বেশকিছু কাজ হয়েছে। যেহেতু দুই দেশের ব্যবসায়ীরা শুল্কস্টেশন চালুর বিষয়ে আন্তরিক তাই দ্রুত এখানে শুল্কস্টেশন চালুর বিষয়ে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এখানে শুল্কস্টেশন হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে। সরকারের রাজস্ব আয় বাড়বে। সুনামগঞ্জে এই নতুন শুল্কস্টেশন ছাড়াও বড়ছড়া, চাড়াগাও, বাগলী সীমান্ত এলাকায় আরো ৩টি শুল্কস্টেশন চালু আছে।
×