ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাজাপুর হাইস্কুলের মুলাডুলি মাঠে ৬ দিন ব্যাপি একুশে বইমেলা

প্রকাশিত: ০১:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৭

রাজাপুর হাইস্কুলের মুলাডুলি মাঠে ৬ দিন ব্যাপি একুশে বইমেলা

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার বিকালে রাজাপুর হাইস্কুলের মুলাডুলি খেলার মাঠে ছয়দিন ব্যাপি একুশে বই মেলার উদ্বোধন করা হয়েছে। মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি হিসাবে বক্তব্য ও ফিতাকেটে রাজাপুর হাট একুশে গ্রন্থাগার আয়োজিত এ বই মেলার উদ্বোধন করেন ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন,পাবনা জেলা প্রশাসক রেখা রাণী বালো,নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন,বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত ফারজানা,ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ,মুলাডুলি ইউপি চেয়ারম্যান সেলিম মালিথা ও ৬ নং গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম খান। বই মেলা বাস্তবায়ন পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে বক্তব্য দেন,একুশে বইমেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক কে এম কল্লোল হোসেন, একুশে গ্রন্থাগারের সাধারণ সম্পাদক শামসুর রহমান শাহীন ও ফারুক হোসেন। আগামি ২২ ফেব্রুয়ারি রাতে জাকজমক পুর্ণ আলোচনা,পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার সমাপ্তি করা হবে।
×