ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেইম স্কুল অব ড্রামা, ড্রামা এ্যান্ড মিউজিকের আয়োজন ॥ শিল্পকলায় তিন নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৬:৫০, ১০ জানুয়ারি ২০১৭

ফেইম স্কুল অব ড্রামা, ড্রামা এ্যান্ড মিউজিকের আয়োজন ॥ শিল্পকলায় তিন নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চা কেন্দ্র ফেইম স্কুল অব ড্রামা, ড্রামা এ্যান্ড মিউজিকের ১৯ বছরের পথচলায় বছরব্যাপী আয়োজনের অংশ হিসেবে ফেইম নাট্যকলা বিভাগের তিনটি চলতি প্রযোজনার মঞ্চায়ন হতে যাচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ১২ জানুয়ারি বৃহস্পতিবার ও ১৩ জানুয়ারি শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে দুই দিনব্যপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ১২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৫টায় আয়োজনটির উদ্বোধন করবেন নাট্যজন ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। অতিথি থাকবেন আইটিআইএর সভাপতি নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মঞ্চ সারথি আতাউর রহমান, নাট্য নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং ফরাসী দূতাবাসের সংস্কৃতিবিষয়ক উপপ্রধান জ্যঁ পিয়ে পঁসে। ১৩ জানুয়ারি রাত ৯টায় ফেইমের সমাপনী আয়োজনে উপস্থিত থাকবেন বিশিষ্ট নাট্যকার, নাট্য নির্দেশক অভিনেতা মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামান প্রমুখ। দুই দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ও ফেইম নাট্যকলা বিভাগের পরিচালক অসীম দাস। আয়োজনের উদ্ধোধনী দিনে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চায়ন হবে আলব্যের ক্যামুর রচনা, সব্যসাচী দেবের অনুবাদে নাটক ‘ক্যালিগুলা’। সমাপনী দিন শুক্রবার বিকেল ৪টায় মঞ্চস্থ হবে ফ্রান্জ কাফ্কার মেটামরফোসিস অবলম্বনে বুদ্ধদেব ভট্টাচার্যের ‘পোকা’ ও শক্তি সেনগুপ্তের ‘বিকার’ নাটকল্পের আশ্রয়ে নাটক ‘অমৃতের সন্ধ্যানে’। একই দিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে কার্লো গোলদোনির দ্য সারভেন্ট অব টু মাস্টার্স অবলম্বনে অসীম দাসের অনুবাদে নাটক ‘নওকর শয়তান মালিক হয়রান’। আয়োজনের মঞ্চায়িতব্য তিনটি নাটকেরই নির্দেশনা দিয়েছেন অসীম দাস।
×