ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হামলা চালাতে মরিয়া লস্কর, নিয়ন্ত্রণ রেখায় হাজির ২০০-র বেশি!

প্রকাশিত: ২১:১৫, ৫ জুলাই ২০১৬

হামলা চালাতে মরিয়া লস্কর, নিয়ন্ত্রণ রেখায় হাজির ২০০-র বেশি!

অনলাইন ডেস্ক ॥ নিয়ন্ত্রণ রেখার ও পারে অপেক্ষা করছে ২০০-রও বেশি সশস্ত্র জঙ্গি। ভারতে ঢোকার মরিয়া চেষ্টা করছে তারা। জানাল সেনাবাহিনী। জম্মু-কাশ্মীরে বড়সড় নাশকতা চালানোর জন্যই পাক অধিকৃত কাশ্মীরের একাধিক লঞ্চিং প্যাড থেকে এই জঙ্গিদের ভারতে ঢোকানোর চেষ্টা চলছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছে। কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পামপুরে সিআরপিএফ জওয়ানদের বাসে জঙ্গি হামলা হয়েছে। উপত্যকায় এই ধরনের আরও অসংখ্য হামলা চালানোর ছক কষেছে লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন। পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর একাধিক লঞ্চিং প্যাডে ২০০-র বেশি জঙ্গি অপেক্ষায় রয়েছে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার জন্য তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে। পদস্থ সেনাকর্তারা এই খবর স্বীকার করেছেন। লেফটেন্যান্ট জেনারেল আর আর নিম্ভোরকর বলেছেন, ‘‘জঙ্গিদের সঠিক সংখ্যা খুব নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়। কিন্তু এই সন্ত্রাসবাদী সংগঠনগুলি হামলা চালানোর কায়দা সম্পর্কে আমাদের যে অভিজ্ঞতা এবং গোয়েন্দা সংস্থা সূত্রে যা খবর পাওয়া গিয়েছে, তা থেকে বোঝা যাচ্ছে নিয়ন্ত্রণ রেখা পেরনোর চেষ্টা করছে ২০০-রও বেশি জঙ্গি।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×