ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক, নিহতের সংখ্যা বেড়ে ২১৩

প্রকাশিত: ০৬:১৮, ৫ জুলাই ২০১৬

ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক, নিহতের সংখ্যা  বেড়ে ২১৩

ইরাকের রাজধানী বাগদাদের কারাদায় আত্মঘাতী বোমা হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ২১৩ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে দুই শতাধিক। নিহতদের স্মরণে ইরাক সরকার সোমবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে। জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। খবর এএফপি ও বিবিসির। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি ঘটনাস্থল পরিদর্শন শেষে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তবে আবাদি রবিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শনে গেলে স্থানীয়রা প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে পাথর ও পানির বোতল ছুড়ে মারে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী।
×