ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

থিম্পুতে পার্লামেন্টের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি হামিদ

জলবিদ্যুত কেন্দ্র নির্মাণ বাংলাদেশ ও ভুটানের জন্য বিশাল সম্ভাবনা

প্রকাশিত: ০৬:১২, ৫ জুলাই ২০১৬

জলবিদ্যুত কেন্দ্র নির্মাণ বাংলাদেশ ও ভুটানের জন্য বিশাল সম্ভাবনা

রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ও ভুটানের মধ্যে শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জলবিদ্যুত এবং আঞ্চলিক যোগাযোগ ভ্রাতৃপ্রতিম দু’দেশের জনগণের মধ্যে অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। সোমবার ভুটানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণদানকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, আমাদের অবশ্যই দু’দেশের জনগণের কল্যাণ ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। খবর বাসস’র। জলবিদ্যুত কেন্দ্র নির্মাণে সহযোগিতা প্রদানে সুনির্দিষ্ট সাফল্য আনতে আরও পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি হামিদ বলেন, তিনি জেনে অত্যন্ত আনন্দিত যে, প্রতিবেশী তিনটি দেশের সমন্বয়ে ত্রি-জাতীয় এই জলবিদ্যুত কেন্দ্র প্রকল্প গ্রহণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আঞ্চলিক যোগাযোগ সম্পর্কে রাষ্ট্রপতি বলেন, এটা খুবই শুভ সংবাদ যে, ২০১৬ সালের ২১ জুন ভুটানের জাতীয় পরিষদে বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট সম্পর্কিত বিল পাস হয়েছে। তিনি বলেন, আমি আশা করি, এর ফলে এই উপ-অঞ্চলে দীর্ঘ যোগাযোগ ব্যবস্থা চালু হবে। ঢাকার রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সরকার যে কোন ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমি অত্যন্ত ভারাক্রান্ত, কারণ দুঃখজনকভাবে ঢাকার একটি রেস্টুরেন্ট ১ জুলাই একদল সস্ত্রাসী কিছু নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। আমি পুনর্ব্যক্ত করছি যে, এ ধরনের বর্বরোচিত কর্মকা-ে আমরা ভীত নই এবং আমাদের সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে অঙ্গীকারাবদ্ধ। রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক বিশেষ করে জলবিদ্যুত, পানিসম্পদ ব্যবস্থাপনা, আঞ্চলিক যোগাযোগ, বিনিয়োগ ও বাণিজ্য, শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী। বাংলাদেশ-ভুটান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের প্রশংসা করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই গ্রুপ দু’দেশের পার্লামেন্টারি সহযোগিতার ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখবে। তিনি বলেন, আমি নিশ্চিত, দু’দেশের পার্লামেন্ট সদস্যদের মধ্যে অভিজ্ঞতার বিনিময় ও অনুশীলন বাংলাদেশ ও ভুটানের সম্পর্ককে আরও সুসংহত করবে। ভুটানের সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি হামিদ বলেন, বাংলাদেশ ভুটানের রাজাকে ভবিষ্যতে গণতন্ত্রের বিকাশে এগিয়ে চলার নির্দেশনা দেবে। ‘এটি গণতন্ত্রের ইতিহাসে বিরল দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা রাষ্ট্রীয় কর্মকা-ে বিচার বিভাগের প্রতি আনুগত্য। তিনি বলেন, বাংলাদেশ ও ভুটান এ অঞ্চলে জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে গুণগত সাফল্য অর্জন করেছেÑযা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন।
×