ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় ঈদ বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভসংঘর্ষ

প্রকাশিত: ০১:৩৬, ৪ জুলাই ২০১৬

ভালুকায় ঈদ বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভসংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ॥ ঈদ উপজেলার জামিরদিয়াস্থ আরিফ টেক্সটাইল মিলস লিমিটেডের হোমটেক্স শাখার প্রায় চার শতাধিক শ্রমিক ঈদ বোনাসের দাবিতে সোমবার সকালে মিল গেটে বিক্ষোভ শুরু করে। এ সময় মালিক পক্ষের লোকজন শ্রমিকদের উপর হামলা করে। পরে ২২ জন শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। শ্রমিকরা জানান, তারা বেশ কয়েকদিন ধরে ঈদ বোনাসের দাবি করে আসছিল। মিল কর্তৃপক্ষ আশ^াস দিয়ে আসলেও মিলের এ্যাডমিনসহ ভাড়াটিয়া লোকজন শ্রমিকদের বিভিন্ন ধরণের হুমকী দেয়। এরই জের হিসেবে ঘটনার সময় চার শতাধিক শ্রমিক মিলগেটে শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করে। পরে এ্যাডমিনের নেতৃত্বে মালিক পক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। মিলের এ্যাডমিন ম্যানেজার কবির উদ্দিন বলেন, শ্রমিকরা অনৈতিক দাবি করে আসছিল। তাছাড়া মিলের ভিতর ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ঘটনায় মিলের এজিএম মনিরুল ইসলাম বাদি হয়ে আন্দেলনরত শ্রমিকদের বিরোদ্ধে শ্রমিকের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, অভিযোগ পেয়েছি । বর্তমানে মিল এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
×