ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদীতে ঈদের পোষাক তৈরি করে অতীতের রেকর্ড ভঙ্গ

প্রকাশিত: ০১:১২, ৪ জুলাই ২০১৬

ঈশ্বরদীতে ঈদের পোষাক তৈরি করে অতীতের রেকর্ড ভঙ্গ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈদ উপলক্ষে রমজানের একমাসে এবার ঈশ্বরদী পৌর এলাকার ৮ টিসহ ঊপজেলার ১০৩ টেইলার্সে প্রায় ৮০ হাজার পিস প্যান্ট,শার্ট,পাঞ্জাবি, ফতুয়া ও মেয়েদের পোষাক তৈরি করে আয় করা হয়েছে প্রায় ২ কোটি টাকা। অপ্রকাশিত রাজনৈতিক কিছু সমস্যা থাকায় কিছু অর্ডার কম হয়েছে। অন্যথায় পোষাক তৈরির অর্ডার আরো বেশী হতো। বিভিন্ন টেইলার্স মাষ্টারের দেওয়া তথ্য সূত্রে এসব জানাগেছে। সূত্রমতে, পৌর এলাকাসহ ঈশ্বরদীতে প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস। ইপিজেডের কারণে এসংখ্যা বৃদ্ধি পেয়েছে। রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড ও রেলওয়ে বিভাগসহ নানাবিদ কারণে এখানকার মানুষের আর্থিক অবস্থা ভাল। এ কারণে রমজানের শুরু থেকেই পোষাক তৈরির অর্ডার চলতে থাকে। বিশেষ করে মনির প্লাজা, জাকের প্লাজা, বঙ্গবন্ধু সুপার, পৌর ও গোপার মার্কেটের ড্রেস মেকার, রয়েল,ডিসেন্ট,মুক্তা ও ইউনিক টেইলার্সের মালিকরা ২০ রমজানের পর থেকে অর্ডার নেওয়া বন্ধ করে দেন। কাজের চাপ বেশী হওয়ায় অর্ডার নেওয়া বন্ধ করতে বাধ্য হতে হয়। মানুষের আর্থিক অবস্থা ও জনসংখ্যা বেশী হওয়ায় রমজানের বিশ দিনে ১০৩ টেইলার্সে ৮০ হাজার পিস বিভিন্ন প্রকার পোষাক তৈরি করে প্রায় ২ কোটি টাকা আয় করা সম্ভব হয়েছে । যা অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে।
×