ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গোবিন্দগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১১

প্রকাশিত: ২২:৩৯, ৪ জুলাই ২০১৬

গোবিন্দগঞ্জে ২ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১১

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজারে রোববার রাত সাড়ে ১০টায় দু’গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ কনস্টেবল রোকনুজ্জামানসহ উভয়পক্ষের ১১ জন আহত হয়েছে। এসময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩৫ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। স্থানীয়রা জানান, কোচাশহর ইউনিয়নের বাতপুর গ্রামের জাফর মিয়ার সাথে ও চাঁদপাড়া গ্রামের এনামুল হকের গাঁজা কেনাবেচা নিয়ে শনিবার রাতে হাতাহাতির ঘটনা ঘটে। পরদিন রবিবার রাতে জাফর মিয়া চাঁদপাড়া বাজারে গেলে এনামুল তার লোকজন নিয়ে জাফরকে এলোপাথারি মারপিট করে। খবর পেয়ে বাজারে দু’গ্রামের লোকজন একত্রিত হয়। প্রথমে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দু’গ্রামের ১০ জন আহত হয়। এসময় গুরুতর আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×