ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বোল্টের ফেরার বিষয়ে আশাবাদী গ্যাটলিন

প্রকাশিত: ০৫:৪২, ৪ জুলাই ২০১৬

বোল্টের ফেরার বিষয়ে আশাবাদী গ্যাটলিন

স্পোর্টস রিপোর্টার ॥ খুশি হওয়ার কথা তার! কারণ শ্রেষ্ঠত্ব অর্জনে বার বার যার কাছে হেরে গেছেন চুল ব্যবধানে সেই উসাইন বোল্ট হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন। আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিকে তাই সর্বকালের সবচেয়ে গতিধর জ্যামাইকান স্প্রিন্টার বোল্ট অংশ নাও নিতে পারেন। কিন্তু যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন সেজন্য খুশি হতে পারছেন না। বিশ্বসেরার ইনজুরির খবরে দারুণ মর্মাহত হয়েছেন তিনি। তিনি অন্যতম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে লড়াই করে সেরা হতে চান। এ কারণে তিনি প্রত্যাশা করছেন অলিম্পিকের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন বোল্ট। গত বছর অনুষ্ঠিত বেজিং বিশ্ব চ্যাম্পিয়নশিপসে বোল্টকে প্রায় ধরেই ফেলেছিলেন। এই বড় ট্র্যাকে বোল্টের বিরুদ্ধে নামার আগে তিনিই ছিলেন ফেবারিট। কারণ, বছরজুড়ে টাইমিংয়ের দিক থেকে র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিলেন গ্যাটলিন। কিন্তু চূড়ান্ত লড়াইয়ে নামার পর বোল্টের কাছে ০.০১ সেকেন্ড পিছিয়ে থেকে পরাজিত হন। সে কারণে এবার বোল্ট ইনজুরির কারণে রিও গেমসে অংশ না নিলে পথটা পরিষ্কার হয়ে যাবে গ্যাটলিনের। এ জ্যামাইকান গতি তারকা ২০০৮ ও ২০১২ অলিম্পিকে ডাবল (১০০ ও ২০০ মিটার) জিতে গ্যাটলিনের শ্রেষ্ঠত্ব খর্ব করেন। ২০০৪ এথেন্সে অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন এ মার্কিন তারকা। তবে বোল্ট আসার পর থেকেই আর বিশ্ব আসর কিংবা অলিম্পিকে সেরা হতে পারেননি গ্যাটলিন। যদিও বার বারই বোল্টকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছেন তিনি। কিন্তু বোল্ট জ্যামাইকার ট্র্যাক এ্যান্ড ফিল্ড দলের অলিম্পিক ট্রায়ালের সেমিফাইনালের পর থেকে অংশ নিতে পারেননি। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিঁড়ে গেছে বোল্টের। তাই নাম প্রত্যাহার করে নেন। ইউজিনে গ্যাটলিনও যুক্তরাষ্ট্র দলের ট্রায়ালে অংশ নিচ্ছেন। তিনি একটি মেসেজ পান বোল্টের এই ইনজুরির বিষয়ে। এরপর সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি রাতেই একটা বার্তা পেয়েছি। আমি ধারণা করেছিলাম- এটা এপ্রিল ফুল হতে পারে। আমাকে ক্যালেন্ডার দেখতে দিন। অস্বাভাবিক বিষয়গুলো অলিম্পিক বর্ষে ঘটেই থাকে। যেহেতু সময় আছে আমরা দেখব কি ঘটে।’ গ্যাটলিন অলিম্পিক ট্রায়ালে ১০.০৩ সেকেন্ড টাইমিং নিয়ে শুরু করেছেন। অলিম্পিকের মাত্র ৫ সপ্তাহ বাকি আছে আর। ইনজুরিতে না পড়ার জন্য চলতি বছরেই দারুণ সতর্ক ছিলেন। কিন্তু ভাগ্যের লিখন, না যায় খ-ন। অলিম্পিক ট্রায়ালে বেশ বড়সড়ো ইনজুরিতেই পড়লেন। কিন্তু গ্যাটলিনের মনে কোন সন্দেহ নেই যে সময়মতো সেরে উঠবেন বোল্ট। এ বিষয়ে তিনি বলেন, ‘অলিম্পিকের বাতাসে এটা একটা বিস্ময়কর ঘটনা।
×