ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট যানজট ছাড়াই পার হচ্ছে গাড়ি

প্রকাশিত: ০৪:৩০, ৪ জুলাই ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট যানজট ছাড়াই  পার হচ্ছে  গাড়ি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে একই চিত্র অব্যাহত রয়েছে। সকালের দিকে কিছু ছোট গাড়ির চাপ থাকলেও বেলা ১১টার পর থেকে একবারে ফাঁকা রয়েছে শিমুলিয়া ঘাট। বলতে গেলে ফেরিগুলোই গাড়ির জন্য অপেক্ষা করছে। লঞ্চ ও সিবোট ঘাটের চিত্রও প্রায় এক। তবে আবহাওয়া কিছুটা খারাপ থাকায় লাইফ জ্যাকেটসহ প্রতিটি সিবোট ছেড়ে গেছে। বিকেল ৪টার দিকে লঞ্চ ঘাটে ঘরমুখো কিছু যাত্রীর সমাগম ঘটলেও তা কোন প্রকার চাপ সৃষ্টি করতে পারেনি। বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া বন্ধর কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানান, ঈদে ঘরমুখো মানুষের তেমন কোন চাপ নেই গত দুইদিন ধরে। খুব স্বাভাবিকভাবেই যাত্রীরা লঞ্চ সিবোটে নদী পাড়ি দিচ্ছে। গতকাল আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও তা ঝুঁকিপূর্ণ নয়। তা সত্ত্বেও প্রতিটি সিবোট যাত্রীকে লাইফ জ্যাকেট পরিয়ে পদ্মা পাড়ি দিয়েছে সিবোটগুলো।
×