ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মটরশুঁটি গাছের বুদ্ধিমত্তা

প্রকাশিত: ০৪:২১, ৪ জুলাই ২০১৬

মটরশুঁটি গাছের বুদ্ধিমত্তা

গাছ সিদ্ধান্ত গ্রহণ ও ঝুঁকি মূল্যায়ন করতে পারে, ব্রিটিশ বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণায় এটি দেখা গেছে। স্নায়ুতন্ত্র ছাড়াই গাছ এ কাজ করতে সক্ষম। পরীক্ষার উদ্দেশ্যে বিজ্ঞানীরা মটরশুঁটি গাছের শেকড় বিভিন্ন পাত্রে রেখে তাতে বিভিন্ন মাত্রার পুষ্টি উপাদান দেন। দেখা গেছে যে পাত্রে পুষ্টি উপাদান বেশি সেখানে বেশি সংখ্যক নতুন শিকড় গজিয়েছে। পুষ্টিমান ভেদে শিকড়গুলোর আচরণ ছিল ভিন্ন।- কারেন্ট বায়োলজি চোখের ইশারায় চলবে চোখের ইশারায় চলবে মোবাইল। মোবাইল ফোন ব্যবহার থেকে শুরু বিভিন্ন এ্যাপ চালানো ও গেম খেলা যাবে। এমআইটির একদল গবেষক এমনই একটি এ্যাপ উদ্ভাবন করেছেন। তারা এই এ্যাপের নাম দিয়েছে গেজক্যাপটার। প্রাথমিকভাবে হাজার দেড়েক লোক এই এ্যাপটি ব্যবহার করেছে। এটি চালানোর সময়ে ফ্রন্ট ক্যামেরা খোলা রাখতে হবে। চিকিৎসার কাজেও এটি ব্যবহার করা যাবে বলে গবেষকরা জানিয়েছেন।-টেক টাইমস
×