ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পপুলার লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে

প্রকাশিত: ০৪:১৭, ৪ জুলাই ২০১৬

পপুলার লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে

চলতি ২০১৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রিমিয়াম আয় ৫৪ শতাংশ কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে পপুলার লাইফ নিট প্রিমিয়াম আয় করেছে ৭৯ কোটি ১০ লাখ ২২ হাজার ৬০৬ টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ১৭২ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৮৮৩ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে কোম্পানিটির প্রিমিয়াম আয় ৫৪ শতাংশ কমেছে। আলোচিত সময়ে কোম্পানিটি ২৩১ কোটি ১৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে। এর আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটি ৮৮ কোটি ৩৫ লাখ ১৫ হাজার টাকার বীমা দাবি পরিশোধ করেছিল। এদিকে আলোচিত সময়ে প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড ৬.০৮ শতাংশ কমেছে। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লাইফ ফান্ড হয়েছে ২ হাজার ৬৫৭ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৬৬ টাকা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২ হাজার ৮২৯ কোটি ৭৪ লাখ ১৫ হাজার টাকা। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×