ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুইস ব্যাংকে সবচেয়ে বেশি অর্থ গচ্ছিত যুক্তরাজ্যের নাগরিকদের

প্রকাশিত: ০৪:১৩, ৪ জুলাই ২০১৬

সুইস ব্যাংকে সবচেয়ে বেশি অর্থ গচ্ছিত  যুক্তরাজ্যের নাগরিকদের

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থ পাচারের স্বর্গ সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে সবচেয়ে বেশি অর্থ গচ্ছিত রাখা নাগরিকদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে যুক্তরাজ্য। দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে অবনমন ঘটেছে ভারতের। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসএনবি (সুইস ন্যাশনাল ব্যাংক) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, ২০১৫ সাল শেষে সুইস ব্যাংকগুলোতে বিদেশী নাগরিকদের অর্থ গচ্ছিত রাখার পরিমাণ কমেছে ৪ শতাংশ। ওই বছরে ব্যাংকগুলোতে মোট ১.৪২ ট্রিলিয়ন সুইস ফ্রাঁ (সিএইচএফ) জমা হয়েছে। এর মধ্যে ৩৫০ বিলিয়ন ফ্রাঁ গচ্ছিত রেখেছে যুক্তরাজ্যের নাগরিক। যা মোট জমার ২৫ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিক জমা রেখেছে ১৯৬ বিলিয়ন ফ্রাঁ। যা মোট জমার ১৪ শতাংশ। এ তালিকায় রাশিয়া ১৭তম (১৭.৬ বিলিয়ন ফ্রাঁ), চীন ২৮তম (৭.৪ বিলিয়ন ফ্রাঁ), ব্রাজিল ৩৭তম (৪.৮ বিলিয়ন ফ্রাঁ) ও দক্ষিণ আফ্রিকা ৬০তম (২.২ বিলিয়ন ফ্রাঁ) ¯স্থানে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৫ সালে সুইস ব্যাংকগুলোতে সব অফশোর আর্থিক প্রতিষ্ঠান মিলে ৩৭৮ বিলিয়ন ফ্রাঁ গচ্ছিত রেখেছে। এই সময়ে দেশটির ব্যাংকগুলোতে উন্নয়নশীল দেশগুলোর মোট গচ্ছিত অর্থের পরিমাণ ২০৭ বিলিয়ন ফ্রাঁ।
×