ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, স্থানীয়দের শোরগোল

প্রকাশিত: ০২:৪৭, ৩ জুলাই ২০১৬

কক্সবাজারে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, স্থানীয়দের শোরগোল

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার সদরের পোকখালীতে ভিজিএফের চাল বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার পোকখালী ইউনিয়ন পরিষদ ভবণে ইউপি সদস্য ছৈয়দ নূর এ ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ আনে স্থানীয়রা। জানা যায়, প্রতি বছরের ন্যায় এবছরও ঈদের পূর্বে গরীব ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফের চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চাল প্রকৃত দুস্থরা যাতে পায়, সেলক্ষ্যে ওয়ার্ড মেম্বারগণ তালিকা প্রস্তুত করে থাকেন। ছৈয়দ নুর মেম্বারও ৭৫ জন উপকারভোগীর একটি তালিকা চেয়ারম্যান বরাবর জমা দিয়ে চাউল বিতরণকালে মাস্টার রোলে যাদের নাম লিপিবদ্ধ আছে- তাদের বেশীরভাগ লোকজনদের মধ্যে চাউল বিতরণ না করে অজ্ঞাতনামা লোকজনকে চাল দেয়া হলে শুরু হয় শোরগোল। পরবর্তীতে ইউপি চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম এবং পোকখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাহের আহমদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। চেয়াম্যানের নিকট উপস্থাপিত তালিকাভূক্ত ভিজিএফ উপকারভোগী যথাক্রমে- নুরুল আজিম, গোরা মিয়া, সাহাব উদ্দিন, মিয়া আজম ফকির ও নজির আহমদ জানায়, তালিকায় তাদের নাম থাকলেও তাদের জন্য বরাদ্দকৃত চাল অজ্ঞাতনামা অন্য কেউ নিয়ে যাওয়াতে তারা চাল পাননি। ইউপি চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোজাহের আহমদ ঘটনা সত্য বলে জানান।
×