ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে আগ্নেয়াস্ত্র, জালটাকা ও সহাস্রাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ০২:৩৫, ৩ জুলাই ২০১৬

বাগেরহাটে আগ্নেয়াস্ত্র, জালটাকা ও সহাস্রাধিক ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ।। বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়ীপাড়ার দোবাড়িয়া থেকে রবিবার সকালে পুলিশ ইয়াবা, জালটাকা ও বিদেশী আগ্নেয়াস্ত্র-সহ ২ মাদক ব্যবসায়ী আটক করেছে। আটককৃতদের কাছ থেকে তির রাউন্ড গুলি ভর্তি ৩.২ বোরের পাকিস্তানী রিভলবার, এক হাজার ইয়াবা, ফেনসিডিলবাতল, গাজা, ৬ টি মোবাইল সেট, ২টি পাচঁশত টাকা জালনোট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, কচুয়া উপজেলার রাঢ়িপাড়া ইউনিয়েনর দোবাড়িয়া গ্রামের নুরুজ্জামানের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ী সরদার নাইমুজ্জামান রণ(৩৬) ও পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বলবুনিয়া গ্রামের মান্নান খানের ছেলে সালমান খান ওরফে বাবু(১৭)। কচুয়া থানা অফিসার ইনচার্জ কবিরুল ইসলামের নেতৃত্বে এএসআই মিজান ও এএসআই মাহাবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুখ্যাত নাইমুজ্জামান রণকে তার বাড়ি থেকে আটকের পর পরে তার তথ্যমতে অস্ত্র, জালটাকা ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ একাধিক অপরাধ কর্মকান্ডের অভিযোগ রয়েছে। এঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
×