ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পার্বতীপুর শহরে তুচ্ছ ঘটনায় তুলকালাম

প্রকাশিত: ২২:২৮, ৩ জুলাই ২০১৬

পার্বতীপুর শহরে তুচ্ছ ঘটনায় তুলকালাম

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ॥ তুচ্ছ ঘটনায় গতকাল শনিবার রাত ৮ টা থেকে আজ রবিবার সকাল ১০ টা পর্যন্ত পার্বতীপুর শহরে দফায় দফায় সংঘর্ষ, মারপিটের ঘটনা ঘটে । এক পর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে গোটা শহরে। বন্ধ হয়ে যায় ঈদ মার্কেটে বেচাকেনা। সূত্রমতে চুরি পট্রি মার্কেটের জনৈক মনোহারী দোকানদারের সাথে এক ভ্যান চালকের বাদানুবাদ নিয়ে বিরোধের সূত্রপাত । এই ঘটনাকে কেন্দ্র করে স্ব-স্ব পক্ষ নিয়ে লোকজন তর্কে লিপ্ত হয়। পার্শ্ববতী গ্রাম থেকে লোকজন এসে শহরে জড়ো হয়। খবর পেয়ে আইন শৃংখলা বাহিনীর পক্ষে ইউএনও তরফদার মাহমুদুর রহমানের নেতৃত্বে মডেল থানার ওসি মাহমুদুল আলম পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। দু পক্ষের বক্তব্য শোনার পর তাদের পক্ষের লোকজন, দোকানদার সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিষয়টির নিস্পত্তি করা হয়। তার পরেই শান্ত হয় শহরের পরিস্থিতি। যোগাযোগ করলে থানার ওসি মাহমুদুল আলম জানান, আর কোন সমস্যা নেই । ঈদ মার্কেটে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
×