ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় ঈদ বস্ত্র ও নগদ টাকা প্রদান

প্রকাশিত: ২০:০৭, ৩ জুলাই ২০১৬

পটিয়ায় ঈদ বস্ত্র ও নগদ টাকা প্রদান

নিজস্ব সংবাদদাতা, পটিয়া ॥ চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্টিজের প্রেসিডেন্ট ও কেডিএস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব খলিলুর রহমান বলেছেন, মহান আল্লাহপাক ধনী-গরীবের পার্থক্য দূর করে একটি অর্থনৈতিক ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা এবং ধনী-গরীবের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ক স্থাপন করার জন্য যাকাতের প্রচলন করেছেন। ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হল যাকাত। যাকাত দান বা করুণা নয়, যাকাত ইসলামের অন্যতম রুকন এবং অর্থনৈতিক ইবাদত। এই মহৎকাজে প্রতিটি এলাকার বৃত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান। আজ রবিবার সকালে পটিয়া উপজেলার সাইঁদার গ্রামে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণকালে কেডিএস গ্রুপের চেয়ারম্যান উপরোক্ত কথাগুলো বলেন। সকাল থেকে উপজেলার সাইঁদার, বুধপুরা, জিরি, হরিণখাইন, কাশিয়াইশ, আশিয়া, গোরনখাইন, মহিরা, ভান্ডারগাঁও, বেলখাইন, বড়লিয়া, কুসুমপুরা, বিনিনিহারা, কৈয়গ্রাম, মালিয়ারা, মহিরা, কর্ত্তালা, পিঙ্গলা, পুরিক্তা, উত্তর দেয়াং, চাপড়ী গ্রাম ও সীতাকুন্ডের বিভিন্ন গ্রামের প্রায় ২৫ হাজার গরীব ও অসহায় মানুষের এ ঈদ বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। যাকাত বিতরণকালে আলহাজ্ব খলিলুর রহমানের সঙ্গে ছিলেন আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হকসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বাররা।
×