ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের লোডসেডিং॥ নীলফামারীবাসী প্রধানমন্ত্রীর ভাষন শুনতে বঞ্চিত

প্রকাশিত: ১৯:৪২, ৩ জুলাই ২০১৬

 বিদ্যুতের লোডসেডিং॥ নীলফামারীবাসী প্রধানমন্ত্রীর ভাষন শুনতে বঞ্চিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বিদ্যুতের ভেলকিবাজি নীলফামারী জেলা জুড়ে থামছেনা। দিন রাত চলছেই এই কান্ড। ফলে শনিবার রাত পনে আটটায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জাতীর উদ্দেশে দেয়া ভাষন টেলিভিশনের পর্দায় দেখতে বা শানতে বঞ্চিত হয়। মজার ঘটনা প্রধান মন্ত্রীর ভাষনের শেষে রাত ৮টা ১৫ মিনিটে বিদ্যুত চালু হয়। এ ব্যাপারে জেলার বিভিন্ন স্থানের সাধারন মানুষজন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিযোগ তুলে জানায় নীলফামারী বিদ্যুত বিভাগ দুর্নীতির আখড়ায় পরিনত হয়েছে। যেখানে প্রধান মন্ত্রী জাতির উদ্যোগে ভাষন দিবেন সেখানেও বিদ্যুতের লোড সেডিং দিয়ে রেখে বিদ্যুৎ বিভাগের লোকজন প্রধানমন্ত্রীর ভাষন শুনতে বঞ্চিত করেছে এ জেলার সাধারন মানুষজন কে। এলাকাবাসী জানায় বর্তমানে রেডিও বলতে নেই। এখন কেউ রেডিও ব্যবহার করেনা। সকলে টেলিভিশনের উপর নির্ভরশীল। তাই বিদ্যুতের লোডসেডিং প্রধানমন্ত্রীর ভাষন শুনতে আমরা বঞ্চিত হয়েছি। অপর দিকে জেলার ডোমার-ডিমলা-জলঢাকা ও কিশোরীগঞ্জ উপজেলায় খোঁজ নিয়ে জানা যায় ওই সব এলাকায় প্রধান মন্ত্রীর ভাষনের সময় বিদ্যুত সরবরাহ বন্ধ ছিল। প্রধান মন্ত্রীর ভাষনের শেষে বিদ্যুতের আলো জ্বলে উঠে। ঘটনাটি তদন্ত দাবি করেছে এলাকাবাসী তবে বিদ্যুত বিভাগের পক্ষে জানানো হয় চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিড হতে বিদ্যুৎ সরবরাহ পাওয়া না যাওয়ায় জেলা শহরে কয়েকটি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। চাহিদা মোতাবেক বিদ্যুৎ সরবরাহ পাওয়া না যাওয়ায় শহরে শুধুমাত্র ”এ” ফিডারে বিদ্যুৎ সরবরাহ রাখা হয়েছিল।
×